• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৪, পা উড়েগেছে একজনের

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ণ
সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৪, পা উড়েগেছে একজনের
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বেলুন বিক্রেতা আহত হয়েছেন। এর মধ্যে একজনের পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনা ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে বেলুন বিক্রি করতো। শনিবার দুপুরে বেলুনে গ্যাস ভরানোর জন্য নিজেরাই গ্যাস তৈরি করছিল। এ সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। পাশে থাকা ওই পাঁচ বেলুন বিক্রেতা আহত হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। তবে ইউসুফ আলী নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ফয়সাল হোসেন (১৪), ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৮), একই জেলার রানীশংকৈল উপজলার রাউদনগর এলাকার আব্দুল খালেকের ছেলে হাফিজুল (২৬), গাইবান্ধার আব্দুল কাদেরের ছেলে ইউনুস আলী (৩০) ও নওগাঁর আব্দুস সালামের ছেলে রাব্বি (১৬)।