রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন আদালত দুদকের দেওয়া দুটি পৃথক চার্জশিট আমলে নেয়, যার একটিতে ১২ জন এবং অন্যটিতে ১৭ জন আসামি। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
চার্জশিট অনুযায়ী, পূর্বাচলের ১০ কাঠা প্লট শেখ হাসিনার নামে বরাদ্দ করা হলেও সেই প্লটের জন্য কোনো আবেদন করা হয়নি এবং তা হলফনামাতেও গোপন রাখা হয়েছে। দুর্নীতির মাধ্যমে অযোগ্যভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে দুদক মামলা করে এবং মার্চে তদন্ত শেষে চার্জশিট দেয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের একাধিক কর্মকর্তা ও সাবেক আমলা। দুদক বলছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের ৬টি মূল্যবান প্লট নিজেরা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।
এর আগেও একই অভিযোগে শেখ হাসিনা পরিবার এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়েছিল। ১২, ১৩ ও ১৪ জানুয়ারি মোট ৮টি অভিযোগপত্র জমা দেয় দুদক, যেখানে বলা হয়—বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও অসৎ উদ্দেশ্যে প্লট নেয়া হয়। বর্তমানে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন, যেখানে তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আশ্রয় নেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।