• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কম্প্রোমাইজের রাজনীতি চলবে না

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
কম্প্রোমাইজের রাজনীতি চলবে না
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে আবারও কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, যারা আপোসের রাজনীতি করছেন, তাদের দ্রুত সিদ্ধান্তে আসতে হবে—না হলে শিষ্টাচারের সীমা ছাড়িয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
হাসনাত লেখেন, “আমাদের আওয়ামীবিরোধী অবস্থান ও আপোসের রাজনীতির বিরোধিতাকে যখন থেকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, তখন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে।” তিনি ইঙ্গিত দেন, তাঁর রাজনৈতিক অবস্থান বা ভাষা নয়, বরং আওয়ামীবিরোধী শক্তির প্রতি জনমানুষের সমর্থন ক্রমেই বাড়ছে।
পোস্টে আরও কড়া সুরে তিনি বলেন, “যারা এখনো কম্প্রোমাইজের রাজনীতিতে লিপ্ত, তাদের বলছি—দ্রুত আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করুন। তা না হলে আপনি চালিয়ে যাবেন আপোস, আর আমি চালাব ‘শিষ্টাচারবহির্ভূত আচরণ’। আমি শুরু করলে, সেটা কারো সহ্যসীমায় থাকবে না।” তাঁর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।