• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২০ গুণ বড় শত্রুর সঙ্গে যুদ্ধে নামা উচিত হয়নি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১৮:১৮ অপরাহ্ণ
২০ গুণ বড় শত্রুর সঙ্গে যুদ্ধে নামা উচিত হয়নি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আবারও কড়া মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনের উচিত হয়নি রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানো। ট্রাম্পের মতে, নিজের চেয়ে ২০ গুণ বড় প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে অন্যের সাহায্যের আশায় বসে থাকা অবিবেচকের কাজ। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন—তিনজনকেই দায়ী করেন তিনি।
এদিকে, ইউক্রেনজুড়ে রুশ হামলা আরও জোরালো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনীয় সামরিক ঘাঁটি এবং অস্ত্রগুদাম লক্ষ্য করে প্রচুর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি শহরে দুই দিনব্যাপী রুশ হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। যদিও মস্কো দাবি করছে, তারা কেবল সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, চলতি মাসে এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি বোমা ও ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
যুদ্ধ চলাকালে ইউক্রেনও পাল্টা জবাব দিচ্ছে। রাশিয়ার কুরস্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির বাহিনী, যাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে পশ্চিমা সামরিক সহায়তা কমে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে ইউক্রেন। এই অবস্থায় ট্রাম্প বলেন, “যুদ্ধ শুরুর আগে জানতে হবে আপনি জিততে পারবেন কিনা। শুধু যুদ্ধ শুরু করে বসে থাকলে হবে না।” যদিও তিনি আশাবাদী, যুদ্ধবিরতির কোনো চুক্তি শিগগিরই আলোর মুখ দেখতে পারে।