Home আদালত মাদক আইনে মডেল পিয়াসার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণের ১৭ এপ্রিল

মাদক আইনে মডেল পিয়াসার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণের ১৭ এপ্রিল

দখিনের সময় ডেস্ক:
আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচারকাজ শুরু হলো।
আজ বুধবার(১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
এদিন জামিনে থাকা মডেল পিয়াসা আদালতে হাজির হন। চার্জগঠনের সময় আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রার্থনা করেন।
এর আগে গত ৩০ অক্টোবর এ মামলার চার্জগঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য আদালতে হাজিরও হন আসামি পিয়াসা। এ সময় তার আইনজীবী চার্জগঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম সময় আবেদন মঞ্জুর করে ১১ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।
মামলা থেকে জানা যায়, রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে ২০২১ সালের ১ আগস্টে রাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পিয়াসাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সব মামলায় জামিনে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

Recent Comments