• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১, ০০:৩২ পূর্বাহ্ণ
হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স ॥

ঢাকা মহানগর হেফাজতের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে আইনকৃঙ্খলা বাহিনী।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাসাবোর বাসার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোরবান আলীর ছেলে ওবায়দুল্লাহ বাংলা এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে আমার আব্বা মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘বাসাবো থেকে ডিবি পুলিশ তাকে (কোরবান আলী) গ্রেপ্তার করেছে।’

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত হেফাজতে ইসলামের ১০ নেতা গ্রেপ্তার হয়েছেন।