তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ শতাধিক টিনশেড ঘর পুড়ে ছাঁই, অসহায় মানুষের কান্নার রোল
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১, ০২:২৫ পূর্বাহ্ণ
ছবি : পিবিএ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
রাজধানীর তুরাগের রানাভোলা গ্রামে বুধবার (২১/০৪/২০২১) দুপুর সাড়ে ১২টায় মোস্তফা মেম্বারের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ শতাধিক টিনশেড ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় তুরাগের রানাভোলা গ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে অগ্নিকাণ্ডে ২ শতাধিক টিনশেড ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে । সবকিছু হারিয়ে অসহায় অবস্থায় গরীবের কান্নার রোল পড়ে বস্তিতে।