• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায় পিআইবির মহাপরিচালক হলেন একুশের পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ণ
দ্বিতীয় দফায় পিআইবির মহাপরিচালক হলেন একুশের পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

সাংবাদিকতায় জীবন্ত কিংবদন্তী জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। আরও দুই বছরের জন্য বৃহস্পতিবার(২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর একুশে পদকপ্রাপ্ত এই সংবাদিক পিআইবি ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮ এর ধারা ৯ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ। তার সেই নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়।

সাংবাদিক জাফর ওয়াজেদ বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষার্থী থাকাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতায় প্রবেশ করেন। কর্মজীবনে তিনি বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক, দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহসভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০১৯ সালের ২১ এপ্রিল বাংলাদেশ সরকার সাংবাদিক জাফর ওয়াজেদ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রাদান করে। এবার পুনরায় এ নিয়োগ দেয়া হলো। সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।