• ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে সংবাদ সম্মেলনে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
গভীর রাতে সংবাদ সম্মেলনে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের পরিস্থিতি নিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর । ‘শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন, ‘আপনিও কি তা-ই ভাবছেন’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।’
প্রসঙ্গত, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনে তারা এ দাবি জানান।
গভীর রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’ সম্প্রতি সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে। এ নিয়ে সারা দেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন হয়েছে।