• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সেনাপ্রধানের বক্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না: শ্রম উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ণ
সেনাপ্রধানের বক্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না: শ্রম উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান না বুঝে কোনো কথা বলেননি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন এম সাখওয়াত হোসেন। তিনি বলেন, সেনাপ্রধান একটি বাহিনী চালাচ্ছেন। আমি যতটুকু উনাকে চিনি, তিনি খুবই স্পষ্টভাষী মানুষ। তিনি যা বলার মানুষের মুখের ওপরে বলেন। তবে উনার বক্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। না হয় পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি।