• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ২০:০৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন...
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যােগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) বরিশাল শহরের একটি রেস্টুরেন্টে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল বাতেন চৌধুরী, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভির কায়সার এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এবং এসোসিয়েশন সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আজকের এই মাহে রমজানের আয়োজনে আমরা সকলের জন্য দোয়া করবো। এই বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নেওয়ার জন্য সকলে একযোগে কাজ করতে হবে। আপনাদের জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, বরিশাল বিশ্ববিদ্যালয় ভালো থাকবে। আমরা চাই বরিশাল বিশ্ববিদ্যালয় একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
ইফতার মাহফিলের সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক। ইফতারের পূর্বে দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।