• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনার

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনার
সংবাদটি শেয়ার করুন...
সাকিব রায়হান বাপ্পি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে “Integrating Career Planning and Personal Development for Students” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. তাজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. বি এম রাজ্জাক লেকচারার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, গ্রিনিচ বিশ্ববিদ্যালয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল কাইউম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, ড. মো. সোহেল চৌধুরী, ড. মো. আলমগীর মোল্লা এবং সহকারী অধ্যাপক সুরজিৎ কুমার মন্ডল ও সায়মা আফরিন লিজা। সেমিনারে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।