• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৪, ২২:৪৮ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন
সংবাদটি শেয়ার করুন...
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নাল ভলিউম ৯ ইস্যু ১ ও ২, ২০২২ (Volume 9 Issue I & II, 2022) এবং ভলিউম ইস্যু ১ ও ২, ২০২৩ (Volume 10 Issue I & II, 2023) এর আনুষ্ঠানিক মােড়ক উন্মােচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এই মোড়ক উন্মোচন করেন। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জার্নালের চিফ-এডিটর ড. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষা গবেষণায় উন্নয়নের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, জার্নালের এসোসিয়েট এডিটর, এডিটোরিয়াল বোর্ডের সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।