• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৪, ২৩:৩৭ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়  বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন  ধরণের গাছের চারা রোপন করেন।
 বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG)  অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে তাদের এই কর্মসূচি বলে জানান নেতাকর্মীরা।
এ কর্মসূচি সম্পর্কে তারা বলেন, চলমান তীব্র তাপপ্রবাহে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসের সেন্ট্রাল মসজিদ এর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সামনের দিনগুলোতেএ আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো।