• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরিয়ান ড. মোঃ সাখাওয়াত হোসেন

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৪, ২১:২৬ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরিয়ান ড. মোঃ সাখাওয়াত হোসেন
সংবাদটি শেয়ার করুন...
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ানের দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন। আজ বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান হিসাবে তিনি (ড. মোঃ সাখাওয়াত হোসেন) এই দায়িত্ব পালন করবেন এবং উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। নির্ধারিত তারিখ অনুযায়ী পূর্ববর্তী লাইব্রেরিয়ান দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত লাইব্রেরিয়ান দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির এর লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করেছেন সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায়।