Home আন্তর্জাতিক টাইমস স্কয়্যারে ভেসে উঠলো রাম মন্দিরের ছবি

টাইমস স্কয়্যারে ভেসে উঠলো রাম মন্দিরের ছবি

দখিনের সময় ডেক্স:

নিউইয়র্কের টাইমস স্কয়্যারের বিলবোর্ডে ভেসে উঠলো অযোধ্যার রাম মন্দিরের ছবি। অযোধ্যায়  ‘রাম মন্দিরের’ ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে বুধবার, ৫ই অগাস্ট। এ উপলক্ষ্যেই টাইমস স্কয়্যারে ফুটে উঠেছে এ ছবি। ইন্দো-মার্কিন পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদিশ সেওহানি জানিয়েছিলেন, এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এই ব্যবস্থা। খবর: ইকোনোমিক টাইমস-এর।

বিশাল এলইডি পর্দা, যা বিশ্বের সবথেকে বড় স্ক্রিন হিসেবেও খ্যাত। সেখানেই ভেসে ওঠে অযোধ্যার ছবি। এই অভূতপূর্ব ঘটনার মধ্যে দিয়ে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরেছেন৷ অনেকেই সেই সময় টাইমস স্কোয়্যারে জমায়েত হন এবং মিষ্টিও বিতরণ করেন৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণ উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে ভাষণ শুরুই তিনি রামায়ণের একটি পংক্তি উদ্ধৃত করেন,  “ভগবান রামের কাজ না করলে আমার শান্তি কিসে হবে?” উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত ভারতের অযোধ্যায় যেখানে প্রায় ৫০০ বছর পুরনো বাবরি মসজিদ ছিল, সেই জায়গাতেই ৫ আগস্ট রামমন্দির নির্মানের সূচনা করা হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, রামমন্দির নির্মান উপলক্ষে সারা দেশেই হিন্দুত্ববাদী সংগঠনগুলির নেতাকর্মীরা উৎসব করেছেন। অন্যদিকে ভারতের মুসলমানদের অনেকেই দিনটিকে কালাদিবস হিসাবে পালন করছেন নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইল কালো রঙ দিয়ে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এক টুইট করে জানিয়েছে, ‘বাবরি মসজিদ একটা মসজিদ ছিল আর থাকবে। আয়া সোফিয়া আমাদের কাছে একটা বড় উদাহরণ।অবস্থা চিরকাল একরকম থাকবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments