• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এয়ারপোর্ট এলাকায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ০১ জন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ণ
এয়ারপোর্ট এলাকায় ১০০০ পিস ইয়াবাসহ  আটক ০১ জন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৩:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানার ৫নং রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় সংলগ্ন একটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মেহেদী হাসান। তার সঙ্গে ছিলেন এএসআই মোঃ জাকির হোসেন, মোঃ আঃ আউয়াল, মোঃ মহসিন সবুজ এবং আরও কয়েকজন সদস্য। অভিযানের স্থান ছিল মন্টু মিয়ার খাবার হোটেলের সামনে।
অভিযানে শেখ সাইফুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তার হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি মৃত শেখ আহদুল্লাহ ও আমেনা বেগমের সন্তান বলে জানা গেছে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।