এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে, মাদকের বিরুদ্ধে সোচ্চার বক্তারা
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১৯:৪৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)-এর এয়ারপোর্ট থানায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের সঙ্গে বক্তারা প্রধানত মাদকের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রেখেছেন। কেউকেউ বলেন, মাদকের আগ্রাসন ঘরেঘরে পৌছেগেছে। এমন কোন পরিবার খুঁজে পাওয়া কঠিন যেখানে মাদকাশক্ত যুবক নেই।
ওপেন হাউজ ডে তে বক্তারা বলেন, এয়ারপোর্ট থানা এলাকায় সমস্যা মূলত তিনটি। মাদক, জমিজমা নিয়ে বিরোধ এবং নারী ঘটিত অপরাধ। এই তিনটি সমস্যা গভীরভাবে বিবেচনায় নিয়ে বিশেষ সেল গঠনের উপর গুরুত্তারোপ করেন কেউ কেউ। পাশাপাশি থানাভবন সংলগ্ন হাইওয়েতে স্পিড ব্রেকার স্থাপনেরও দাবী জানানো হয়।
ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন । এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাকির শিকদার সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় প্রধান অতিথি জিডি মূলে উদ্ধারকৃত ০৮ টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।