সিরাজুল মুনির টিটুকে সভাপতি ও অপূর্ব কুমার রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দেশের অন্যতম প্রাচীন নাটকের দল ‘খেয়ালী গ্রুপ থিয়েটা’-এর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট ২০২৫’র এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় ‘খেয়ালী গ্রুপ থিয়েটা’-এর বার্ষিক সাধারণ সভা।
উনসত্তরের চেতনায় শুরু হওয়া ৫৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘খেয়ালী গ্রুপ থিয়েটার-এর নাট্যকর্মীরা শুক্রবার(৩১ জানুয়ারি) সন্ধ্যায় একত্র হন বরিশাল নগরীর নিজেদের প্রাণপ্রিয় অঙ্গনে। এ অনুষ্ঠান পরিণত হয় অনেকটা প্রবীন-তরুণের মিলন মেলায়। এবার এমন অনেকেই সভায় যোগদান করেছেন যারা পেশাগত ও অন্যান্য কারণে প্রকারন্তরে খেয়ালী থেকে অনেক বছর দূরে ছিলেন। এদিকে প্রায় সকলেই অভিমত ব্যক্ত করেছেন অসাধারণ আন্তরিকতায় খোলামেলাভাবে। তারা ব্যক্ত করেন সংগঠনকে আরো এগিয়ে নেবার প্রত্যয়।
এর আগে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সারতিজ রিদওয়ান অয়ন। পাশাপাশি খেয়ালী গ্রুপ থিয়েটা-এর বিগত বছরের আয়-ব্যায়ের হিসাব বিবরনী পেশকরা হয় বার্ষিক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শিক্ষাবিদ প্রিন্সিপাল ইমানুল হাকিম।