বরিশাল শহীদমিনার কেন্দ্রিক দুই চেতনা মুখোমূখি, জারী হতে পারে ১৪৪ ধারা
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৫:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
আলম রায়হান:
শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিপরিত চেতনা ধারক দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এরমধ্যে ১৫ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে শহীদমিনার চত্বরে ১৪৪ ধারা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি বরিশাল বিভাগ ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌছেছে বলে সূত্রে জানাগেছে।
জানাগেছে, শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শহীদমিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন জোট ১৬ ও ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ বিষয়ে ১১ ডিসেম্বর বরিশাল মহানগর পুলিশ এবং জেলা প্রশাসন বরাবরে পত্র দেয়া হয়। এদিকে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের ব্যানারে কয়েকটি সংগঠন ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৪টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত কর্মসূচি গ্রহন করেছে। এর মধ্যে বিএনপির অঙ্গ সংগঠন বরিশাল জাসাসসহ ২৫টি সংসঠন ও সংস্থা রয়েছে বলে জানাগেছে। প্রসঙ্গত, প্রায় ৪০ বছরের প্রাচীন বরিশাল সাংস্কৃতিক সংগঠন জোট-এর আওতায় রয়েছে ৫০টি সংগঠন। এরমধ্যে ৩৬টি সার্বক্ষনিক এবং ১৪টি সহযোগী বলে জনানো হয়েছে।