• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রিকশাওয়ালার বুদ্ধি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ১৫:০৭ অপরাহ্ণ
রিকশাওয়ালার বুদ্ধি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মোতালেব চাচা, গ্রামের একজন বিখ্যাত রিকশাচালক, যিনি নিজের বুদ্ধি আর কথার জাদুতে গ্রামে বেশ পরিচিত। একদিন শহরের একজন যাত্রী, একটু অদ্ভুত ধরনের, তার রিকশায় উঠল। যাত্রী বললেন, “চাচা, আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যান, কিন্তু মনে রাখবেন, খুব দ্রুত চালাবেন। দেরি করলে ভাড়া এক টাকাও দেব না!”
মোতালেব চাচা মুচকি হেসে বললেন, “আপনার কথা মেনেই চালাবো, স্যার। কিন্তু আমার রিকশা তো একটু পুরোনো, তাই মাঝে মাঝে নিজেই কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়।” যাত্রী বিরক্ত হয়ে বললেন, “ঠিক আছে, তবে তাড়াতাড়ি কোরো।” চাচা প্যাডেল ঘোরালেন, আর রিকশা চলতে শুরু করল। কিন্তু পাঁচ মিনিট যেতে না যেতেই তিনি থামলেন। বললেন, “রিকশার চাকা ক্লান্ত হয়ে গেছে, একটু আরাম দরকার!”
যাত্রী রেগে গিয়ে বললেন, “চাকা ক্লান্ত হয় কী করে? চালান!” চাচা গভীর দৃষ্টিতে বললেন, “চাকা ক্লান্ত হলে চললে বিপদ হতে পারে, স্যার। তাই ভাবছি, আপনাকে রিকশা ঠেলতে বলি!” যাত্রী বুঝে গেলেন যে বুদ্ধি দিয়ে চাচাকে হারানো কঠিন। অবশেষে নিজেই রিকশা ঠেলে স্টেশনে পৌঁছালেন। স্টেশনে পৌঁছে মোতালেব চাচা হেসে বললেন, “আপনি সত্যিই মহান, স্যার! আজ রিকশা প্রথমবারের মতো মানুষ ঠেলানো শিখল!”