• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে পিঠা উৎসবে জমজমাট টেক্সটাইল কলেজ চত্বর

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১৮:৪১ অপরাহ্ণ
বরিশালে পিঠা উৎসবে জমজমাট টেক্সটাইল কলেজ চত্বর
সংবাদটি শেয়ার করুন...
বরিশালে পিঠা উৎসবে জমজমাট টেক্সটাইল কলেজ চত্বর
দখিনের সময় ডেস্ক:
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দশম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী পিঠা। উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবটি তাদের নিজস্ব উদ্যোগে সম্পন্ন হচ্ছে।
উৎসবে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পিঠা বিক্রি হয়েছে এবং এখানে ১৬ থেকে ১৮টি পিঠার স্টল রয়েছে। সন্ধ্যায় বিভিন্ন ধরনের কৌতুক পরিবেশনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে
তুলেছে। বরিশাল জেলার এই সুপরিচিত উৎসবটি গত অনেক বছর ধরে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়ে আসছে। প্রতি বছর শেষ বর্ষের শিক্ষার্থীরা তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই উৎসবটি সাফল্যের সঙ্গে সম্পন্ন করে। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের একটি উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠেছে, যা শুধু কলেজ ক্যাম্পাস নয়, বরিশালবাসীর মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
উৎসবের বাজেট প্রায় পাঁচ লাখ টাকা, যার মধ্যে প্রথম দিনেই প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। এই সমস্ত খরচ দশম ব্যাচের শিক্ষার্থীরাই বহন করছে।