আলম রায়হান:
অনেকেই মনে করেন, কিংস পার্টি গঠনের বিষয়টি বুদবুদের পর্যায় কাটিয়ে প্রায় প্লাবনের দোড়গোড়ায় গিয়েছিলো নভেম্বরের প্রথম সপ্তাহে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটিসহ একাধিক পক্ষের অতি তৎপরতা এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে জন্মের আগেই কিংস পার্টি আলোচনার পালে জোর হাওয়া লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির এভাবে মাঠে নামার পর এর নেপথ্যে কী কারণ থাকতে পারে সেটা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা তুঙ্গে উঠেছিলো। অবশ্য পর্যবেক্ষক মহল মনে করেন, নতুন কিংস পার্টির প্রসবের বিষয়টি ঠেকাবার মানসে বেশ প্রজ্ঞার পরিচয় দিয়েছে কিংস পার্টি হিসেবে জন্ম নেয়া বিএনপি। অবশ্য তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত হচ্ছে।
এদিকে কিংস পার্টির সুবিধার জন্য অন্য প্রসঙ্গ টেনে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টাও করা হয়েছে কোনকোন মহল থেকে। যদিও কারোকারো মতে দীর্ঘ সময়ের জন্য নির্বাচন পেছানো সম্ভব নয়। কারণ জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি নবায়নের নির্ধারিত সময় হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর। ফলে আগামী বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের এক ধরনের বাধ্যবাধকতা থেকেই যাচ্ছে। কারণ উল্লেখিত চুক্তি নবায়নে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, নির্বাচিত সরকার। অবশ্য এই নির্বাচন ৬ মাস পিছালে খুব একটা জটিলতা সৃষ্টি হবে না বলে মওন করা হচ্ছে। কিন্তু অনন্তকাল নির্বাচন পিছানোর সুযোগ নেই।
অনেকের ধারণা, বিরাজমান বাস্তবতা বিবেচনায় রেখেই নানান বিষয়ের গতি শ্লথ হয়ে কিংস পার্টি গঠন প্রক্রিয়া জোরালো হয়েছিলো। উদ্দেশ্য, ২৫ সালের সীমার মধ্যেই অনিবার্য নির্বাচনী ট্রেনটি ধরা। তবে আরো ছয় মাস সময় পাওয়াগেছে। কিন্তু অতীত বিশ্লেষণ ও বিরাজমান বাস্তবতায় কী হতে পারে সম্ভাব্য কিংস পার্টির ভবিষ্যত! দূরের ও কাছের ইতিহাস কী বলে?
পিছনে ফিরলে দেখা যাবে, এ পর্যন্ত কিংস পার্টি গঠনের যেসব উদ্যোগ নেয়া হয়েছে তার মধ্যে অন্তত ডজনখানেক উদ্যোগ ছিলো খুবই জোরালো। এ জন্য অনেক ডিমে ‘উমান’ দেয়া হয়েছে। কিন্তু সফল বাচ্চা ফুটেছে মাত্র দুটি, বিএনপি এবং জাতীয় পার্টি। বাকিগুলো ‘বাওয়া’ গেছে! আবার ৯০ সাল থেকে একটানা ক্ষমতার বাইরে থাকা এবং অন্যান্য কারণে জাতীয় পার্টি যায়যায় দশার উপনীত হয়েছে। পাশাপাশি ইনক্রিডেবল হাল্ক-এ পরিনত হয়েছে আর এক কিংস পার্টি বিএনপি।