• ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে ডিপ্লোম‍্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন-ডিক্যাব লাউঞ্জ পরিদর্শনের সময় তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, কূটনীতিকদের মত সাংবাদিকদের কাছে দেশের স্বার্থ সবচে বড় হওয়া জরুরি। কূটনৈতিক রিপোর্টাররা সেই দায়িত্ব পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম ও মহাপরিচালক রফিকুল আলমসহ ডক্যাব নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।