• ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না: উপদেষ্টা সাখাওয়াত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না: উপদেষ্টা সাখাওয়াত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না। যতদিন রয়েছি দেশ ও জনগণের জন্য কিছু করার চেষ্টা করবো। এখনও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে। এ সময় সমাজের নেতৃস্থানীয়দেরকে চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত । আয়নাঘর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয় বিশ্ববিদ্যালয়, হোটেলে ও বাড়িতে ছিল। জনগণ শুধু এক জায়গার কথা জানে। অচিরেই সবাই তা জানতে পারবেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে সংস্কার শুধু অন্তর্র্বতী সরকার নয়, আগামী সরকারের জন্যও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।