• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ড ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: জেনারেল রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ১৭:৫৪ অপরাহ্ণ
বিডিআর হত্যাকাণ্ড ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: জেনারেল রহমান
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বিডিআর হত‍্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ষড়যন্ত্র ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। সোমবা (৬ জানুয়ারি) সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ‍্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেয়া হবে।

আগামী ২ মাসের মধ‍্যে দেশের কাজ শেষ করে বাইরের কাজগুলো শুরু করা হবে। কমিশন সভাপতি বলেন, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চান, যেন ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে। এর আগে, বিডিআর হত‍্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান জানান, স্বাধীন তদন্ত কমিশনের সহায়তায় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত শহীদ পরিবারগুলো।