• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে আবারো  ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বিক্রি শুরু

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১৮:৩৪ অপরাহ্ণ
ভারতে আবারো  ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বিক্রি শুরু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভারতে ৩৬ বছর পর  আবারো বিক্রি শুরু হয়েছে আশির দশকে নিষিদ্ধ হওয়া বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’। মুসলিম বিশ্বের কঠোর আপত্তির মুখে কুখ্যাত লেখক সালমান রুশদির বিতর্কিত এই উপন্যাসটি নিষিদ্ধ করেছিল তৎকালীন ভারত সরকার। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে দিল্লি হাইকোর্ট ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক কার্যক্রম বন্ধ করার আদেশ দেন। কারণ হিসেবে বলা হয়, সরকার ১৯৮৮ সালের ৫ অক্টোবর নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন দিতে ব্যর্থ হয়েছে। ফলে নিষেধাজ্ঞাটি কার্যকর হয়নি। মূলত, ক্ষমতাসীন বিজেপি সরকারের হাত ধরে ভারতে আবার সালমান রুশদির বইটি বিক্রির অনুমোদন পেয়েছে বলা জানিয়েছে বিশ্লেষকরা।
গত মাসে দিল্লি হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, ‘এ ধরনের কোনো ঘোষণাপত্র না পাওয়ায় (বইটির বিক্রি) পুনরায় শুরু করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’  এই আদেশের প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ভারত মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। বেশ কয়েকটি মুসলিম সংগঠনের সাথে মিলে বিতর্কিত এই বইটির পুনরায় প্রদর্শনের তারা নিন্দা জানিয়েছে। তারা সরকারের কাছে বইটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানায়।