উপদেষ্টাদের ‘রাজনৈতিক দল’ গঠনের চেষ্টা নিয়ে মন্তব্য রিজভীর
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ১৮:২২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নতুন একটি ‘রাজনৈতিক দল’ তৈরির চেষ্টা করছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার দাবি থাকলেও, উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির বিরুদ্ধে বিরূপ ধারণা ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এমনকি, তাদের প্রক্রিয়ায় বিশেষ একটি দলের প্রাধান্য স্পষ্ট হয়ে উঠছে।
রিজভী সরাসরি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি বলেন, “কিছু উপদেষ্টা প্রকাশ্যে কিংবা গোপনে এমন আচরণ করছেন, যা তাদের নিরপেক্ষতার দাবি নষ্ট করছে। জনগণ আশা করেছিল, এই সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, তারা ‘কিংস পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। এটি গণতন্ত্রের পথে বড় বাধা।” তিনি আরও জানান, সংস্কারের অজুহাতে নির্বাচন দীর্ঘায়িত করার পরিকল্পনা জনগণ কখনো মেনে নেবে না।
এক-এগারো প্রসঙ্গে রিজভী সতর্ক করেন, এমন পরিস্থিতি তৈরি হলে জনগণের আন্দোলনের মুখে সরকারকে চরম বিপাকে পড়তে হবে। তিনি বলেন, “এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। তাদের কাজ হওয়া উচিত জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু সংস্কার ও উন্নয়নের নামে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালানো হচ্ছে।” রিজভীর মতে, এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং সরকারের নিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে।