• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী হেনস্তার পেছনে গভীর ষড়যন্ত্র দেখছেন রিজভী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:৩০ অপরাহ্ণ
নারী হেনস্তার পেছনে গভীর ষড়যন্ত্র দেখছেন রিজভী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশব্যাপী নারী হেনস্তার ক্রমবর্ধমান ঘটনার পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি উগ্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা দেশকে অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করাতে চায়।
রিজভী বলেন, নারীদের প্রতি সহিংসতা ও হয়রানি দিন দিন বাড়ছে, যা সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। বিএনপি নারীদের উন্নয়ন নিশ্চিত করতে সব সেক্টরে সমান সুযোগ-সুবিধা ও সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও বলেন, যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা কীভাবে প্রকাশ্যে মিছিল করে, সেটি নিয়ে সরকারের সতর্ক থাকা জরুরি। জঙ্গিবাদ বা উগ্রবাদ যাতে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী।