প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৩ সালে প্রদত্ত এই পুরস্কার ২০১৬ সালে বাতিল করা হলেও, সুপ্রিম কোর্টের রায়ে সরাসরি বাতিলের কোনো নির্দেশনা না থাকায় সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা বিবেচনায় নিয়ে তার পুরস্কার বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। ২০১৬ সালে আদালতের একটি রায়ের পর সরকার পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নিলেও, পর্যালোচনায় দেখা যায়, রায়ে সরাসরি পুরস্কার বাতিলের কথা উল্লেখ ছিল না। ফলে তার স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৩ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়। দীর্ঘ বিতর্কের পর, অবশেষে তার পুরস্কার অবিচল রাখার সরকারি সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।