দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক উৎসবে আলোচনায় থাকার পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবা। মাকসুদ হোসাইনের নির্মাণে তৈরি এই ছবির গল্পে উঠে এসেছে এক নারীর টিকে থাকার লড়াই। আগামী ২৬ অক্টোবর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির দেড় মিনিটের ট্রেলার প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছেন মেহজাবীন।
ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, “সাবা একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের সম্পর্কের আবেগময় বিনিময় তুলে ধরা হয়েছে।” মেহজাবীনের ভাষ্যে, এই গল্প কেবল বিনোদনের নয়, বরং অনুভবের। দর্শকদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছেন—“সিনেমা দেখতে আসুন, প্রতিটি মুহূর্ত অনুভব করুন এবং উপলব্ধি করুন মা–সন্তানের বন্ধন কতটা অমূল্য। ভুলবেন না, আপনার মাকে সঙ্গে আনতে।”
ট্রেলারে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা সংগ্রামে নামেন সাবা। তার সেই যাত্রায় ফুটে উঠেছে নিঃস্বার্থ মায়ের প্রতি সন্তানের টান ও ত্যাগ। যদিও সাবা মেহজাবীনের প্রথম অভিনীত চলচ্চিত্র, মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী দিয়েই তিনি আগেই প্রশংসা কুড়িয়েছিলেন। এবার সাবার মাধ্যমে আবারও দর্শককে মাতানোর অপেক্ষায় এই তারকা।