থাইল্যান্ডে একান্তে রাফসান-জেফার, অবশেষে বিয়ের সিদ্ধান্ত
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গত কয়েক বছর ধরেই উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এত দিন দুজনই বিষয়টিকে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে জানিয়েছেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবিও সামনে এলেও প্রেমের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের সিদ্ধান্তে পৌঁছেছেন এই দুই তারকা।
জানা গেছে, আগামীকাল বুধবার ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে রাফসান সাবাব ও জেফার রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সপ্তাহখানেক ধরেই এ আয়োজনের প্রস্তুতি চলছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই দুজন আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমে জানাবেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে। অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। এই বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই রাফসান ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও জল্পনা চললেও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি দুজনের কেউই।