দখিনের সময় ডেস্ক:
বিনোদন জগতে এক নামকরা অভিনেত্রী হিসেবে পরিচিত আফসান আরা বিন্দুকে এখনো অনেকেই বিবাহিত ভাবেন। কিন্তু তা নয়। তিনি বলেন, আমি আসলে এখন আর বিবাহিত নই। এই বিষয়ে সম্প্রতি এক আলোচনা করতে গিয়ে বিন্দু বলেন, আমার সংসারের জার্নি খুবই ছোট ছিল। তার মাঝখানে বড় এক সেপারেশন ছিল।
বিচ্ছেদের কথা বিন্দু কখনোই প্রকাশ্যে আনেননি। তিনি আরও বলেন, অনেকে হয়তো অস্বস্তির কারণে এ নিয়ে প্রশ্ন করেননি, কিন্তুআফসান আরা বিন্দু তার বিচ্ছেদের কারণ নিয়ে বলেন, আলাদা হওয়ার জন্য অনেক বড় ঘটনা বা কারণ দরকার হয় না। কখনো কখনো শুধু নিজস্ব অনুভুতি এবং পরিস্থিতিই সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সম্প্রতি বিন্দু নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো তিনি জানান যে, তার বিবাহিত জীবন এখন অতীত হয়ে গেছে এবং তিনি ২০২২ সালেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন।
আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে ২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিন্দু। তবে ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বর্তমানে কাজের মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি, বিন্দুকে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম উনিশ২০-তে অভিনয় করতে দেখা গেছে, যেখানে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।