• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ংকর প্রস্তাবে বিপর্যস্ত অভিনেত্রী

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১৯:২১ অপরাহ্ণ
ভয়ংকর প্রস্তাবে বিপর্যস্ত অভিনেত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার ঘিরে রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হন মারাঠি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ গিরিজা ওক। নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ আর পরিপাটি লুক- সেই এক ভিডিও থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। কারও কাছে তিনি ভারতের ‘সিডনি সুইনি’, কারও কাছে ‘মনিকা বেলুচি’। কিন্তু এই প্রশংসার ঢেউয়ের মাঝেই গিরিজার জীবনে নেমে আসে এক ভয়ংকর অভিজ্ঞতার ছায়া। পুরুষদের কাছ থেকে অশালীন প্রস্তাব, যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা এবং এআই-নির্মিত বিকৃত ছবি- সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গিরিজা অকপটে জানিয়েছেন অনলাইনে পাওয়া ভয়াবহ বার্তাগুলোর কথা। তার ভাষায়- কেউ লিখেছে, ‘আমি আপনার জন্য সবকিছু করতে পারি, আমাকে একটা সুযোগ দিন।’ কেউ আবার সরাসরি জিজ্ঞেস করেছে, ‘এক ঘণ্টা সময় কাটানোর দাম কত?’ তিনি বলেন, বাস্তবে যেসব পুরুষ তার সামনে এলে চোখ তুলেও তাকাতে সাহস পান না, তারাই পর্দার আড়াল থেকে অবাধে এ ধরনের নোংরা বার্তা পাঠায়।
ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এআই-নির্মিত তার অশ্লীল ছবি, যা অভিনেত্রীকে আরও বেশি আঘাত করেছে। ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে জানান, তার ছবি ইচ্ছেমতো বিকৃত করে যৌন বস্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা তার স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, ১২ বছরের ছেলের মা হিসেবে এই ঘটনা তাকে গভীরভাবে বিচলিত করেছে।
অনেকেই ভেবেছিলেন, হঠাৎ জনপ্রিয়তা হয়তো তার কাজের পরিমাণ বাড়াবে। কিন্তু গিরিজার সোজাসাপ্টা উত্তর- না, কোনো অতিরিক্ত কাজ পাইনি। তার মতে, অনলাইন অ্যালগরিদমের খেলায় ভাইরাল কন্টেন্টকে ঘিরে প্রায়ই এমন ছবি ও কনটেন্ট তৈরি হয়- যতক্ষণ পর্যন্ত লাইক, শেয়ার ও ভিউ পাওয়া যায় ততক্ষণই চলছে সেই চক্র। ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেন্ডে’র মতো ছবিতে অভিনয় করলেও মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে গিরিজার তেমন পরিচিতি ছিল না। লালানটপ-এর সাক্ষাৎকারে তার বুদ্ধিদীপ্ত উত্তর, হাসি ও চাহনি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেই সঙ্গেই ভাইরাল হয় তার নীল শাড়ির লুক।