দখিনের সময় ডেস্ক:
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডে অবস্থান করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর বিভিন্ন ইভেন্ট, যেখানে প্রতিটি অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন মিথিলা। গত কয়েক দিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করে দেশের জন্য গর্বিত করে তুলেছেন তিনি। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বে মিথিলার পারফরম্যান্স অনেকেই ভারত ও বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে তাকে এগিয়ে রাখছেন।
মঙ্গলবার নিজের ফেসবুকে মিথিলা জানান, দেশের মানুষের সাপোর্ট ও উৎসাহ তাকে আনন্দে অশ্রুসিক্ত করেছে। তিনি লেখেন, আমি রীতিমতো কাঁদছি। কী বলব বুঝতে পারছি না। আপনাদের মূল্যবান ৭৩ হাজার ভোটের মাধ্যমে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। আমি জানি না কিভাবে সবাইকে ধন্যবাদ জানাব। মিথিলা তার পোস্টে সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়-স্বজন, মাগুরার সব মডেল সহকর্মী, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের শুভাকাঙ্ক্ষী, মিডিয়ার প্রতিবেদক ও সাংবাদিক, প্রভাবশালী ব্যক্তি, পরামর্শদাতা, শিক্ষক, সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমী ও অনুসারী এবং বিশেষ করে তার মা, বড় বোন ও বাংলাদেশ মিস ইউনিভার্স দলকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আরও যোগ করেন, আমি তোমাদের সবার সঙ্গেই থাকব। এবার আসুন বাংলাদেশে মুকুট আনার জন্য কাজ করি। বাংলাদেশ অপ্রতিরোধ্য!!! মিস ইউনিভার্স।
জানা গেছে, থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়ছেন মিথিলা। চলতি মাসেই অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে।