জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি টানছে। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে, যা ভক্ত ও শোবিজ অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, গত বছরের জুলাই থেকেই আলাদা থাকছেন তাহসান ও রোজা। বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা। যদিও দুজনের কেউই এখনো বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে একাধিক সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন আলাদা দেশে অবস্থান, জীবনযাত্রা ও পেশাগত ব্যস্ততার পার্থক্য তাদের সম্পর্কে চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি তাহসানের তারকাজীবন ও অতিরিক্ত জনদৃষ্টি একজন নন-শোবিজ পার্টনারের জন্য মানসিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার জায়গায় মতপার্থক্য, বয়সের ব্যবধানজনিত মানসিক দূরত্ব এবং পারিবারিক বিষয় নিয়েও নানা গুঞ্জন রয়েছে। বিশেষ করে তাহসানের কন্যাকে কেন্দ্র করে পুরোনো সম্পর্কজনিত জটিলতা বিচ্ছেদের পেছনে ভূমিকা রাখতে পারে—এমন কথাও শোনা যাচ্ছে। তবে এসবই অনুমান ও আলোচনা; বিচ্ছেদের প্রকৃত কারণ জানেন কেবল তাহসান ও রোজা নিজেরাই।