বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি জানান, তৃতীয় সন্তানের গর্ভধারণের সময় তাকে সঠিকভাবে খাবার দেওয়া হতো না, এমনকি রান্নাঘরে তালা ঝুলিয়ে রাখা হতো। রীতার অভিযোগ, সেই সময় তিনি প্রায়ই না খেয়ে অসুস্থ হয়ে পড়তেন।
রীতা বলেন, বিয়ের পর থেকেই তার ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, সাজগোজ করা তো দূরের কথা—অন্তঃসত্ত্বা অবস্থায়ও স্বাভাবিকভাবে খাওয়ার স্বাধীনতা পাননি তিনি। পরিবারের অনুপস্থিতিতে আত্মীয়ের রান্নাঘরে গিয়ে লুকিয়ে রান্না করে খেতেন, এমনকি নিজে চাল কিনে মজুত রাখতেন খাবারের জন্য। তার ভাষায়, “ওরা যখন বাইরে যেত, রান্নাঘরে তালা দিত। তখন আমি বৌদির কাছে গিয়ে রান্না করে খেতাম।”
তিনি আরও অভিযোগ করেন, সেই সময় কুমার শানুর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং বারবার তাকে আদালতের দ্বারস্থ হতে হতো। ‘আশিকি’ সিনেমার বিশাল সাফল্যের পর শানুর পারিশ্রমিক যেমন বেড়ে যায়, তেমনি নাকি বদলে যায় তার স্বভাবও। ১৯৮৪ সালে তাদের বিয়ে হলেও, নানা টানাপোড়েনের পর ১৯৯৪ সালে দম্পতির বিচ্ছেদ ঘটে। তাদের তিন সন্তান রয়েছে।