• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে উদ্বোধনের পরেই ধসে পড়ল সেতু

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ১৮:২২ অপরাহ্ণ
চীনে উদ্বোধনের পরেই ধসে পড়ল সেতু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দক্ষিণ–পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে উদ্বোধনের মাত্র কয়েক দিনের মাথায় ধসে পড়েছে ৭৫৮ মিটার দীর্ঘ হংছি ব্রিজ। পাহাড়ি উপত্যকার নৈসর্গিক পরিবেশে নির্মিত এই দৃষ্টিনন্দন সেতুটি সিচুয়ান–তিব্বত সংযোগ সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ছিল। ঘটনাস্থলে উদ্ধার ও পুনর্মূল্যায়ন কার্যক্রম চলছে। ভূমিধসের কারণ ও নির্মাণ–ত্রুটি থাকলে তা নির্ণয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দৃঢ় কংক্রিট কাঠামোটি মুহূর্তেই ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে পাহাড়ের ঢাল বেয়ে সোজা নদীর মধ্যে গড়িয়ে পড়ছে। চারপাশে উড়ে যাচ্ছে ধুলোর বিশাল মেঘ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার সেতুর সংলগ্ন সড়কে ফাটল দেখা যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যান চলাচল আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। পরদিন সকালে ঘটে ভয়াবহ ভূমিধস। এতে সেতুর একটি বড় অংশ ধসে পড়ে নদীতে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি যা বড় ধরনের বিপর্যয় থেকে এলাকা বাসীকে রক্ষা করেছে।
হংছি ব্রিজটি নির্মাণ করেছিল সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ। এ বছরের শুরুতেই সেতুটির নির্মাণকাজ শেষ হয়। চীন গত কয়েক দশকে পাহাড়ি অঞ্চলে দ্রুত সেতু নির্মাণের ক্ষেত্রে বিশ্বজুড়ে নজর কাড়লেও, আকস্মিক ধস–দুর্ঘটনার পুনরাবৃত্তি তাদের কাঠামোগত স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।