• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিশি বেগমের নিষ্ঠুরতা, শোকে পাগল মা কুকুরটি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ণ
নিশি বেগমের নিষ্ঠুরতা, শোকে পাগল মা কুকুরটি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
তিনি একজন নারী। এ হিসেবে মায়ের জাতি। কিন্তু তার নিষ্ঠুরতা রূপকথার ডাইনীকেও হার মানিয়েছে। তিনি নিশি বেগম। আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলেদিয়ে হত্যা করেছেন এই নিশি বেগম। তিনি ঈশ্বরদী ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।
নিশি বেগমের নিষ্ঠুরতায় আট সন্তানহারা মা কুকুরটি মৃত সন্তানের সামনে দাড়িয়ে মানুষের নিষ্ঠুরতার প্রতিবাদ করেছে। এখন মা কুকুরটি এখানে পাগলের মতো ওখানে ছুটাছুটি করছে। ওলানভরা দুধ নিয়ে, বাচ্চাগুলোকে এদিক-ওদিক খুঁজছে আর ভেউ ভেউ ক’রে কাঁদছে। যা দেখলে পাষাণের চোখেও পানি চলে আসে! তবে ইউএনওর অফিসে বেশী ঘুরাঘুরি করতে দেখা গেছে। কে জানে, হয়তো মানুষের নিষ্ঠুরতার বিচার চাইতে এসেছিলো উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। কর্মকর্তারা তাকে আদর-যত্ন করে অনেক বুঝিয়ে-সুঝিয়ে বেলা ১২টার পর তাকে নিচে নামিয়েদেয়। কিন্তু বিকেলে মা কুকুরটিকে পুনরায় ইউএনওর অফিসে দাড়িয়ে থাকতে দেখা যায়! শোকে পাগল মা কুকুর বাচ্চাদের খুঁজতে খুঁজতে এখন অসুস্থ।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন জানিয়েছেন, নিশি বেগমের স্বামীর সরকারী বাসার বরাদ্দ বাতিল করা হয়েছে। ইতিমধ্যে নিশি রহমানকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিশি বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানাগেছে।