• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাসেই প্রাণ হারালেন বিএনপি নেতা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ণ
মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাসেই প্রাণ হারালেন বিএনপি নেতা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণার খবর শোনার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোকে মারা গেছেন কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার সংবাদ ফরিদকে জানানো মাত্রই তিনি আনন্দে চিৎকার করে ওঠেন এবং লাফ দেন। ঠিক সেই মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বিএনপি নেতা রহুল কাদের বাবুল জানান, উচ্ছ্বাসে আচমকা শারীরিক জটিলতা দেখা দিয়েই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
বিষয়টি জানতে চাইলে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বলেন, “ফরিদুল আমাদের সংগঠনের এক নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, দলেরও অপূরণীয় ক্ষতি।” দীর্ঘদিন তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।