• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালো জাদুর অভিযোগে বন্ধুর হাতে বন্ধু খুন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ণ
কালো জাদুর অভিযোগে বন্ধুর হাতে বন্ধু খুন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বন্ধুকে খুন করার অদ্ভূত এক অভিযোগ! ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বন্ধুকে হত্যাকারী অহিদুল ইসলামের স্বীকারোক্তি, ‘আমাকে কালো জাদু করেছে তাই তাকে আমি খুন করেছি।’ এ ঘটনা ময়মনসিংহের ত্রিশালে। খুন হয় সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম নামের এক তরুণ। পুলিশের ধারণা, খুনের নেপথ্যে নারী ঘটিত বিষয় আছে।
সোমবার (১ ডিসেম্বর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি অহিদুল ইসলাম। পুলিশ জানায়, ওই দুই তরুণ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অভিযুক্ত তরুণ থানায় এসে বলতে থাকেন, তার জীবন কালো জাদু করে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই তিনি ফাহিমকে হত্যা করেছেন। আদালতে ১৬৪ ধারায়ও একই কথা বলে খুনী যুবক। তার ভাষ্য, তাকে কালো জাদু করে রাখা হয়েছে। এ জন্যই সে কোনো কাজকর্ম করতে পারতো না। তার লাইফটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। এ ক্ষোভে বন্ধুকে হত্যা করা হয়।
প্রসঙ্গত, ২৭ নভেম্বর রাত ৯টার দিকে একটি ‘চাইনিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় হাজির হন অহিদুল ইসলাম। তিনি পুলিশকে বলেন, ‘ফাহিম কালো জাদু করে আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি।’ এমন কথা শোনার পর পুলিশ তাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে যায়। মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের পাশে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আর নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন মুনতাসির ফাহিম। চার মাস আগে দেশে আসেন তিনি। ২৯ নভেম্বর তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।