আজ মঙ্গলবার(২ ডিসেম্বর) বরিশাল সদর গার্লস স্কুলে পরীক্ষা হবার কথা। এ জন্য প্রধান শিক্ষকের বরাতে নোটিশও দেয়া হয়। শীক্ষার্থীরা যথারীতি নির্ধারিত সময়ে পরীক্ষা হলে হাজির হয়। কিন্তু পরীক্ষা হয়নি।। বরং হঠাৎ করে টিচাররা এসে সবাইকে বের হতে বলে। এবং বলে, ‘আজকে কোন পরীক্ষা হবে না।’ স্কুল কর্তৃপক্ষেরে এই স্বেচ্ছাচারিতার জবাব কি?