• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিইল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০, ০৩:২৮ পূর্বাহ্ণ
নিউজিইল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
নিউজিইল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশিসহ ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে সাজা ভোগের সময় প্যারলেও মুক্তি পাবেন না তিনি। রায়ে বলা হয়েছে, সাজাভোগের সময় টারান্টের প্যারোলে মুক্তির কোনও সুযোগ নেই। টারান্টের এই হামলাকে অমানবিক বলে বর্ণনা করেন বিচারক ক্যামেরন ম্যান্ডার। তিনি আরও বলেন, আমৃত্যু সাজাভোগ করলেও, এই অপরাধের শাস্তি যথেষ্ট হবে না।
উল্লেখ্য, গত বছরের ১৫ই মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুক হামলায় ৫১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন ৪০জন। সেদিন ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াররা। তবে ওই ঘটনায় বেঁচে যান তারা। ওই হামলার ঘটনা ফেসবুক লাইভে প্রচারও করেন টারান্ট। প্রায় ১৭ মিনিট ধরে ওই হামলার ভিডিও ফেসবুকে প্রচারিত হয়।
মামলার শুনানিতে বলা হয়, আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার ছাড়াও আরো একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিলো তার। যত বেশি লোককে সম্ভব হত্যা করতে চেয়েছিল সে।   জুলাইয়ে তার আইনজীবীদের বরখাস্ত করেন ব্রেন্টন টারান্ট। আত্মপক্ষ সমর্থন করে নিজেই আদালতে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নেন। তবে রাযেল আগের দিন ২৫ আগস্ট বুধবার শুনানিতে কথা বলতে অস্বীকৃতি জানান হত্যাকারী ব্রেন্টন টারান্টক। চলতি বছরের মার্চে বিচারকাজ চলার সময় আদালতে সব দোষ স্বীকার করেন হামলাকারী।