Home আন্তর্জাতিক নিউজিইল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজিইল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড

দখিনের সময় ডেক্স:
নিউজিইল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশিসহ ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে সাজা ভোগের সময় প্যারলেও মুক্তি পাবেন না তিনি। রায়ে বলা হয়েছে, সাজাভোগের সময় টারান্টের প্যারোলে মুক্তির কোনও সুযোগ নেই। টারান্টের এই হামলাকে অমানবিক বলে বর্ণনা করেন বিচারক ক্যামেরন ম্যান্ডার। তিনি আরও বলেন, আমৃত্যু সাজাভোগ করলেও, এই অপরাধের শাস্তি যথেষ্ট হবে না।
উল্লেখ্য, গত বছরের ১৫ই মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুক হামলায় ৫১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন ৪০জন। সেদিন ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াররা। তবে ওই ঘটনায় বেঁচে যান তারা। ওই হামলার ঘটনা ফেসবুক লাইভে প্রচারও করেন টারান্ট। প্রায় ১৭ মিনিট ধরে ওই হামলার ভিডিও ফেসবুকে প্রচারিত হয়।
মামলার শুনানিতে বলা হয়, আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার ছাড়াও আরো একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিলো তার। যত বেশি লোককে সম্ভব হত্যা করতে চেয়েছিল সে।   জুলাইয়ে তার আইনজীবীদের বরখাস্ত করেন ব্রেন্টন টারান্ট। আত্মপক্ষ সমর্থন করে নিজেই আদালতে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নেন। তবে রাযেল আগের দিন ২৫ আগস্ট বুধবার শুনানিতে কথা বলতে অস্বীকৃতি জানান হত্যাকারী ব্রেন্টন টারান্টক। চলতি বছরের মার্চে বিচারকাজ চলার সময় আদালতে সব দোষ স্বীকার করেন হামলাকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments