দখিনের সময় ডেক্স:
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বুধবার(২ সেপ্টম্বর) একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। সকাল ১১টা থেকে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ।
সকাল ১১টা পর্যন্ত শ্রদ্ধাজ্ঞাপন শেষে দিল্লির লোধি শ্মশানঘাটে নেয়া হয় প্রণব মুখার্জির মরদেহ। সেখানে দুপুর আড়াইটায় হবে তার শেষকৃত্য। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে সব আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে তার জীবনাবসান হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ১০ই আগস্ট মস্তিস্কে অস্ত্রপচার করা হয়েছিল এই কংগ্রেস নেতার।