রাজধানীর গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে ট্রলার ডুবে গেছে। আজ শনিবার (৯ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারে তুরাগ নদে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রলার ডুবির ঘটনায় ৬ থেকে ৭ জন নিখোঁজ রয়েছে। তবে এখনও কাউকে উদ্ধার করার তথ্য পাওয়া যায়নি।