• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিশ্রম ও আনুগত্যের পুরস্কার পেলেন হাবিব হাসান

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০, ১৮:৪২ অপরাহ্ণ
পরিশ্রম ও আনুগত্যের পুরস্কার পেলেন হাবিব হাসান

আলহাজ্ব মোঃ হাবিব হাসান

সংবাদটি শেয়ার করুন...
আলম রায়হান
অবশেষে পরিশ্রম ও আনুগত্যের পুরস্কার পেলেন আলহাজ্ব মো: হাবিব হাসান। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে তাঁকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উল্লেখ্য, রাজধানীর অত্যন্ত গুরুত্বর্পূণ সংসদীয় এলাকা ঢাকা-১৮ আসন। দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।
ঘোষিত তফসিল অনুসারে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ ১২ নভেম্বর। মনোনয়নপত্র দাখিল ১৩ অক্টোবর, যাচাই বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর। দুটি নির্বাচনেই ভোট হবে ইভিএম-এ। করোনার কারণে স্বাস্থবিধি মেনে ভোটগ্রহণের কথা জানিয়েছেন ইসি সচিব।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক। সামরিক শাসক এরশাদ এবং জামাত-বিএনপি সরকারের বৈরী শাসন আমলে উত্তরায় আওয়ামী লীগের রাজনীতিতে অতুলনীয় অবদান রেখেছেন আলহাজ্ব হাবিব হাসান। পারিবারিক ধারাবাহিকতা এবং মেধা-পরিশ্রম-আনুগত্য দিয়ে রাজনীতি এবং সমাজ সেবায় হাবিব হাসান নিজেকে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার র্দীঘ পথচলায়। চলমান করোনাকালেও তিনি মানুষের পাশে সক্রিয় রয়েছেন। ত্রান বিতরণ করছেন নিজস্ব অর্থায়নে। যেমনটি করছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
দৈনিক দখিনের সময়-এর সাথে আলাপকালে আলহাজ্ব হাবিব হাসান বলেন, রাজনীতিতে মানুষের ভালোবাসা একটি মুখ্য বিষয়। এ ভালোবাসা পুরোটাই পেয়েছি। তিনি বলেন ত্রিশ বছরের অধিক সময়  দলের সুখে দুঃখে মাঠে কাজ করে যাচ্ছি। নিজের আর চাওয়া পাওয়ার কিছুই নেই। যতটা সম্ভব মানুষ ও মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারলেই জীবনের স্বার্থকতা। সবার ভালবাসায় বেঁচে থাকতে চাই- দৈনিক দখিনের সময়-এর সঙ্গে বললেন নিবেদিত প্রাণ রাজনীতির সমাজ সেবক আলহাজ্ব হাবিব হাসান। ঢাকা-১৮ আসনে মনোনয়ন পাওয়ায় তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে পর্যবেক্ষক মহল মনে করেন, অতীত-বর্তমান-ভবিষ্যৎ বিবেচনায় হাবিব হাসানকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। সূত্রমতে, এ আসনে মনোনয় লাভের জন্য অন্তত ২০ জন সক্রিয় ছিলেন।