• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জীববৈচিত্র্য ধ্বংসের ফলে কোভিড-১৯ এর মতো রোগের ঝুঁকি বাড়ছে: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ণ
জীববৈচিত্র্য ধ্বংসের ফলে কোভিড-১৯ এর মতো রোগের ঝুঁকি বাড়ছে: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য ধ্বংসের ফলে বিশ্বে কোভিড-১৯ এর মতো রোগের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের জীববৈচিত্র সামিটে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় গবেষণার মাধ্যমে বৃহত্তর জনসচেতনতা তৈরি করাসহ ৪ দফা সুপারিশ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জীববৈচিত্র্য ধ্বংসের ফলে বিশ্বে কোভিড-১৯ এর মতো রোগের ঝুঁকি বাড়ছে। বিভিন্ন প্রজাতির বিলুপ্তির পাশাপাশি মানুষও চূড়ান্ত বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি রাষ্ট্রীয় মৌলিক নীতি হিসাবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ আইন ২০১৭ পাস করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মোট ভূখণ্ডের ৫ শতাংশের বেশি এবং সমুদ্র অঞ্চলের প্রায় ৫ শতাংশ অঞ্চল সুরক্ষিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে।