
দখিনের সময় ডেক্স:
রাশিয়ায় প্রকাশ্যে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন এক সাংবাদিক। ইরিনা স্লাভিনা নামে ওই সাংবাদিক একটি পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। মৃত্যুর আগে ফেসবুকে একটি পোষ্ট দেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘আমার মৃত্যুর জন্য আমি আপনাদের রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতে বলছি।’
নিঝনেই নোভগোরোদ শহরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসের সামনে প্রকাশ্যে আত্মহত্যা করেন ইরিনা স্লাভিনা। তার মৃতদেহ তীব্রভাবে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইরিনা স্লাভিনা একটি নিউজ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ছিলেন। এর মূলমন্ত্রটি হলো- ‘সংবাদ ও বিশ্লেষণ’ এবং ‘সেন্সরশিপ নয়’। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। গত বছর স্লাভিনাকে একটি নিবন্ধে ‘কর্তৃপক্ষের অসম্মান’ করার অভিযোগে তাকে জরিমানা করা হয়েছিল।
ভিডিওতে দেখা যায়, একজন পুরুষ এক নারীর গায়ে জ্বলতে থাকা আগুন নেভাতে দৌড়ে যান। এ সময় ওই নারী তাকে বারবার দূরে ঠেলে দিচ্ছিলেন। কিন্তু নারীটি মাটি পড়ে যাওয়ার আগ পর্যন্ত আগুন নেভাতে নিজের গায়ের জামা ব্যবহারের চেষ্টা করেন পুরুষটি। এর আগে এক ফেসবুক পোস্টে সাংবাদিক স্লাভিনা বলেছিলেন, গণতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ও এ সম্পর্কিত তথ্য জানতে পুলিশ তার ফ্ল্যাটে অনুসন্ধান চালিয়েছে। এ সময় তার কম্পিউটার ও নথিপত্র জব্দ করা হয়েছে। তিনি লেখেন, ১২ জন লোক তার ফ্ল্যাটে জোর করে প্রবেশ করেন। এ সময় তারা তার ফ্ল্যাশ ড্রাইভ, তার ও তার মেয়ের ল্যাপটপ এবং স্বামীসহ তাদের তিনজনের ফোন জব্দ করেন।
Post Views: ১২২