যুক্তফ্রন্ট নির্বাচনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরিশালে এসে সদর রোডের পাশের অনামী লেনের সঙ্গীদের নিয়ে হাঁটছিলেন। তাঁর গন্তব্য ছিলো কাজী মোতাহার হোসেনের বাড়ি। এ বাড়িতে অবস্থান করছিলেন সীমান্ত গান্ধী গাফফার খান।
বাড়িতে প্রবেশের খানিক আগে একটি বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাড়িটির সাইনবোর্ড দেখে বিস্ময়ে সঙ্গীদের দিকে তাকান তিনি। জানতে চান, হক কুটির! মানে হক সাহেবের (শেরেবাংলা) বাড়ি এটি? সঙ্গীরা না সূচক জবাব দিলে বঙ্গবন্ধু চলে যান সীমান্ত গান্ধীর উদ্দেশে।
ছবিতে (ডানদিক থেকে বসা) প্রথমজন সাবেক গভর্নর উলানিয়ার কৃতী সন্তান আমিরুল হক চৌধুরী, দ্বিতীয় আ. মালেক খান, তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চতুর্থ সীমান্ত গান্ধী গফফার খান। (উপরে ডানদিক থেকে দাঁড়ানো) চতুর্থ বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, পঞ্চম রেজাউল মালিক মনু, ষষ্ঠ নুরুল আলম মঞ্জুর, সপ্তম কাজেম আলী, নবম সাবেক মন্ত্রী ও কৃষক নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত এবং সবার সামনে বসা ছোট্ট শিশুটি বঙ্গবন্ধুর ভাগ্নে এখনি দক্ষিণ বঙ্গের রাজনীতে অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ।