যৌনপল্লীতে জন্ম নেওয়া ৪০ সন্তান নিয়ে হাজেরার সংসার, পাশে দাড়ালেন তাসমিমা হোসেন
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০, ২১:১৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
রাজধানীর আদাবরে একটি ভাড়া বাসায় ৪০ সন্তান নিয়ে হাজেরার সংসার। এদের মধ্যে পাঁচ শিশুর মা বিভিন্ন বাড়িতে কাজ করেন। আর অন্যদের মায়ের পেশা যৌনকর্ম। তাদের জীবন কাটে রাজধানীর বিভিন্ন রাস্তায়। একটু নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নিজেদের সন্তানকে হাজেরা বেগমের কাছে তুলে দিয়ে যান এই মায়েরা।
হাজেরা বেগমের এখন শুধু একটাই চাওয়া, যৌনপল্লীতে জন্ম নেওয়া এই বাচ্চাগুলোকে যেন বাধ্য হয়ে তাদের মায়ের পেশায় ঢুকতে না হয়। করোনা এবং তুমুল বৃষ্টি উপেক্ষা করে সোমবারঅনন্যা ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মানিজা হোসেনকে নিয়ে হাজেরা বেগমের বাসায় যান ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। হাজেরা বেগম নিজে একসময় যৌন কর্মী ছিলেন। পরবর্তীতে এই পেশা ছেড়ে যৌনকর্মীদের বাচ্চাদের লেখাপড়া, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে উদগ্রীব হয়ে পড়েন তিনি।
হাজেরা বেগমের নিজের জমানো পয়সা দিয়ে গড়ে তোলেন যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহায়তায় গড়ে তুলেন ‘শিশুদের জন্য আমরা’ সংগঠনটি। সংগঠনটির বয়স ১০ বছরের কাছাকাছি। হাজেরা বেগমের এই উদ্যোগের পাশে দাঁড়ায় অনন্যা ফাউন্ডেশন। আগামী এক বছর এই সংগঠনকে মাসিক ভিত্তিতে অনুদান প্রদান করবে অনন্যা ফাউন্ডেশন।